ময়মনসিংহের নান্দাইলে মারিয়া আক্তার তাইবা নামে তিন এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের ছালুয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তাইবা এই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ের ঘরের নাতি।
নিহত তাইবা ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ধবস্তাই গ্রামের হুমায়ুন কবিরের কন্যা।
স্থানীয় ইউপি সদস্য সজিব মিয়া জানান, বুকের দুধ ছাড়ার পর থেকে মেয়েটি তার নানির কাছে থাকতো। তার মা বাবা দু’জনেই পোশাক কারখানায় কাজ করে।
আজ সকাল দশটার দিকে সবার অজান্তেই বাড়ির ভিতরে পুকুরে ডুবে যায় সে। ঘন্টা খানেক পর খোঁজ হলে বাড়ির সবাই শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে মেয়েটি ভেসে উঠে ।
স্বজনরা দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু জানান,পরিবারের সদস্যদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় নানার বাড়িতেই লাশ দাফন করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন