বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে ইন্দো-বাংলা ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৬:১৮ অপরাহ্ণ

নগরীর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়েছে র‌্যাব-৮ এর সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওষুধ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে র‌্যাবের একটি টিম।

অভিযান চলাকালে ইন্দো-বাংলার ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক ঘন্টার অভিযান শেষে রাত সাড়ে ১০টার দিকে অভিযানিক টিম বেড়িয়ে যায়। কিন্তু এ অভিযানের বিষয়ে র‌্যাব বা সংশ্লিষ্ট অভিযানিক টিমের পক্ষ থেকে সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া হয়নি।

তবে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, দেশব্যাপী র‌্যাবের অভিযান সপ্তাহের অংশহিসেবে ওষুধ প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর