বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

ই-পেপার

বিবেকহীন মানুষ গুলো মনে করে আমরা চমৎকার – সাংবাদিক মোঃ কামাল হোসেন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ণ

বিবেকহীন মানুষ গুলো মনে করে, আমরা চমৎকার, মানবতাহীন মানুষ কখনো মানুষকে ভালো কিছু দিতে পারেনা,এই জীবন অনেক ছোট,অর্থচ এটুকু জীবন পেয়ে মানুষ কখনো বিশ্ব নন্দিত হয়,আবার কেউ পথে পড়া ধুলার ন্যায় পড়ে থাকে, হয়তো সৃষ্টির রহস্যময় এ পৃথিবীতে বেঁচে থাকার মানে বুঝিনা। রহস্যঘেরা পৃথিবীতে মানুষ অনেক বিষয় নিয়ে,অহংকারে মগ্ন হয়ে পড়ে,যেমন সুন্দরের অহংকার, কেউ করে অর্থের অহংকার,কেউ করে ক্ষমতার অহংকার,কেউ করে রুপের অহংকার, এমনি অহংকারের জন্য মানুষ ভুলে যায়,সে পৃথিবীতে চিরজীবী নয়। এই পৃথিবীতে অনেকে মনে করে তার কথায় লক্ষ মানুষ উঠে বসে,তার ইশারায় রাজ্য চলে,সে বুঝতেও পারেনা একটি স্থানে, তাকে দাড়িয়ে যেতে হবে আর জীবন ও সময়ের কাছে অসহায় হতে হবে।

নিষ্ঠুর নিয়তির কাছে পরাজিত হতে হবে,এর বিকল্প কিছু নেই, মানুষ নিজেকে যতোয় চমৎকার মনে করুক,মানুষের সুন্দর চমৎকার দেহ মাটির সঙ্গে বিলিন হয়ে যায়, মানুষের দেহ যত সময় সঠিক ভাবে থাকে, মানুষের কদর বাড়ে, যখন মানুষের দেহের চামড়ায় ভাজ পড়া শুরু হয়,চমৎকার মানুষের সব কিছুই ধ্বংসের দিকে অগ্রসর হয়। বাস্তব জীবনে কখনোয় চমৎকার বলে কিছু নেই, পৃথিবীতে মানুষসহ,যা কিছুই আছে, সব কিছুর পরিচালক যেমন মহান আল্লাহু সর্বপরি মালিকও তিনি যীনি সব কিছুর সৃষ্টিকারী, মানুষ অনেক চমৎকার মনে করলেও বাস্তবে চমৎকার হলো আল্লাহু,যার চমৎকারের কথা,জন্ম থেকে মৃত্যু পযন্ত শেষ হবেনা। যার ধ্বংস আছে মৃত্যু আছে। সে সব বাদে সবই চমৎকার, মহান আল্লাহু মালিক সকল মানব জীবনকে হেফাজত করুন, সকলের অপরাধ ক্ষমা করে দিন। সকল কিছুর হিসাব মিলালে উত্তর আসবে, আল্লাহু আপনি অনেক চমৎকার।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর