বরিশালের আগৈলঝাড়ায় আটটি মাদক মামলার আসামী সরোয়ার সরদারসহ দুই জনকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ছবিখারপাড় এলাকায় মহাসড়কের পাশে এসআই মিলটন মন্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে পুর্ব সুজনকাঠী গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে মাদকের ডিলার সরোয়ার সরদার (৪২) ও পাকুরিতা গ্রামের মধু বৈদ্যর ছেলে অপর মাদক ব্যবসায়ি সুধীন বৈদ্য (৩২)কে গাঁজাসহ গ্রেফতার করেছে।
ওসি মাজহারুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত সরোয়ারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় ৬টি, গৌরনদী থানায় ১টি ও বরিশাল কোতয়ালী থানায় ১টিসহ মোট আটটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্য একটি মাদক মামলায় সরোয়ার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই আলী হোসেন বাদী হয়ে রবিবার রাতেই মামলা দায়ের করেছেন, নং-২ (৫.৯.২১)। গ্রেফতারকৃত সরোয়ার ও সুধীনকে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন