এলাকার কতিপয় প্রভাবশালীদের অব্যাহত প্রাণনাশের হুমকির মুখে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ। উপায়অন্তু না পেয়ে অবশেষে এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন তিনি ।
বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ জানান, দীর্ঘ কয়েক বছর পূর্বে কান্ডপাশা মৌজার তার ক্রয়কৃত ও ভোগদখলীয় ৩৩ শতক সম্পত্তি দখল করার জন্য স্থানীয় কতিপয় প্রভাবশালীরা মরিয়া হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় গত ২৭ আগষ্ট সকালে প্রভাবশালীরা পূর্বপরিকল্পিতভাবে ৩০/৪০জন লোক নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত সম্পত্তির গাছপালা কাটতে শুরু করে। এসময় ওই প্রভাবশালীদের বাঁধা দিতে গেলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। তিনি আরও জানান, ওই ঘটনার পর থেকে প্রভাবশালীরা তাকে হত্যা করে ওই জমি দখল করে নেবে বলে হুমকি অব্যাহত রাখে।
একারণে গত ২৯ আগষ্ট থেকে তিনি (মুক্তিযোদ্ধা জালাল) প্রাণভয়ে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। একপর্যায়ে গত ৩১ আগষ্ট মুক্তিযোদ্ধা জালাল আহমেদ আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক শান্তি শৃংখলা রক্ষায় প্রয়োাজনীয় ব্যবস্থা নিতে গৌরনদী থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন। বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ প্রভাবশালী ভূমিদস্যুদের সঠিক বিচার দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
#চলনবিলের আলো / আপন