সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের দাফনের পর এক তরুণীর মরদেহ কবর থেকে উত্তোলন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ আগস্ট) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
মৃত তরুণী তানজিল আক্তার মুন্নি (১৫) কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের খেরশেদ সরদারের মেয়ে।
ক্যানসারে আক্রান্ত হয়ে তরুণী টি বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইন্তেকাল করেন।
কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার মুন্নি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়।
দুপুরের পর তাকে দাফন করা হয়।
রাতের আধারে যে বা যারা এই অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছেন তাদের আটক পুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।
কবর খুঁড়ে মরদেহটির অর্ধেক বাইরে বের করে রেখে গেছে দুর্বৃত্তরা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে এ বং অমানবিক ও ন্যক্কারজনক ঘটনাটি কারা ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে বলে তিনি জানান।
#চলনবিলের আলো / আপন