নগরীর কাশিপুর এলাকায় গৃহবধু সাবিনা বেগমকে (৩৪) হত্যা করে ড্রামভর্তি লাশ বাসযোগে গুমের সময় উদ্ধার হওয়া মামলার আসামি রাকিব মোল্লাকে গ্রেফতার করেছে পিবিআই।
বৃহস্পতিবার দুপুরে নগরীর রূপাতলীস্থ কার্যালয়ে পিবিআই’র পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, গৃহবধু সাবিনা বেগমকে হত্যার পর লাশ গুমের জন্য ড্রাম ভর্তি করে বাসযোগে নেওয়া হচ্ছিলো। পরবর্তীতে হত্যাকারীরা কৌশলে গৌরনদী বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে যায়। ভূরঘাটা বাসটার্মিনালে গিয়ে বাসের সুপারভাইজার ড্রাম খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ২০২০ সালের ২০ নভেম্বর থানায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল খালেক হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে রাকিব মোল্লার নাম আসে। বৃহস্পতিবার ভোরে পিবিআই’র সদস্যরা আগৈলঝাড়া উপজেলার আহুতিবাটরা গ্রামে অভিযান চালিয়ে রাকিব মোল্লাকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে সে (রাকিব) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গৌরনদীর মাহিলাড়ার ভীমেরপাড় গ্রামের আব্দুল খালেক হাওলাদার তার পুত্রকে বিদেশে পাঠানোর জন্য একই উপজেলার দিয়াশুর মহল্লার বাসিন্দা প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তারের মাধ্যমে চার লাখ দিয়েছিলেন। ওই টাকা নিয়ে বিরোধের জেরধরে প্রধান আসামি খালেক হাওলাদার তার কর্মস্থল নগরীর কাশিপুরে সাবিনাকে ডেকে নিয়ে হত্যা করে।