বরিশালের আগৈলঝাড়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, বুধবার রাতে বরিশাল জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামের দেলোয়ার ধামার ছেলে মাদক ব্যবসায়ী সাদ্দাম ধামা (৩১)কে ৫২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
এঘটনায় উপ-পরিদর্শক কাজী ওবায়দুল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, নং-১১। গ্রেফতারকৃত সাদ্দাম ধামাকে বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।