সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

ই-পেপার

ভারতের আরও ৪০টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে আজ

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুত করোনা সংক্রামক প্রতিরোধে লাইফসাপোর্ট সমন্বিত আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে।
ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে পৌঁছায়।
এর আগে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় বুধবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বন্দরে উপহারের অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণার অংশ হিসেবে আজ সকালে তৃতীয় বারের মতো ভারত থেকে আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে দেশে আসার কথা রয়েছে।
চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৭ আগস্ট ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল দিয়ে বাংলাদেশে আসে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বেনাপোল আসে। উপহার হিসেবে পাওয়া এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর