যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দিয়াপাড়ায় সুদের টাকা আদায় করতে মোঃ ইমন শেখ (২২) নামে এক যুবককে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে হামলাসহ অর্থ-স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। আহত যুবক উত্তর দিয়াপাড়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের পুত্র।
জানা যায়, একমাস পূর্বে আহত যুবক একই এলাকার মৃত একিম শেখের পুত্র হযরতের কাছ থেকে সপ্তাহে ৮০০/ টাকা দেবার শর্তে ৪,০০০/ টাকা গ্রহন করে। তিন সপ্তাহ সুদ দেবার পর পরবর্তী এক সপ্তাহের সুদের টাকা দিতে দেরি হওয়ায় ২৫ আগস্ট (বুধবার) রাত আনুঃ ৮ টার সময় হযরত শেখ এর নেতৃত্বে একই এলাকার মৃত রহমানের পুত্র সিরাজ (৩৮), আযুব আলীর পুত্র শামীম (৩০) সহ অজ্ঞাত আরো কয়েকজন ইমনকে তার বাড়ি থেকে তুলে এনে দিয়াপাড়া পশ্চিমপাড়া ক্লাবের সামনে লোহার রড, বাঁশের লাঠি দ্বারা উপর্যুপরি আঘাত করে। আঘাতের কারনে তার ডান হাত ভেঙ্গে যায় ও সারা শরীরে নীলা ফোলা জখম হয়। এসম দুবৃত্তরা তার কাছে থাকা নগত ৩০০০/ টাকা, ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি Oppo F-70 এ্যন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহতের আত্ম চিৎকারে তার স্বজন ও এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার চন্দন সরকার বলেন, আঘাতের ফলে আহতের ডান হাত ভেঙ্গে গেছে এবং সারা শরীলে নীলা ফোলার দাগ রয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি মোঃ শামীম হাসান বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন