আগৈলঝাড়ায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী জুলহাস হাওলাদার (৩৫)কে ২৫ গ্রাম গাঁজাসহ কান্দিরপাড়-আস্কর সড়কের যাদব সাহার দোকান সংলগ্ন থেকে গ্রেফতার করেছে উপপরিদর্শক মো. আলী হোসেন।
উপপরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে রবিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১০। গ্রেফতারৃত জুলহাস হাওলাদারকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন