মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিনটি মামলার পলাতক আসামিকে চারশ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ।
রবিবার দুপুরে থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে ওইদিন সকালে পশ্চিম পিঙ্গলাকাঠী এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম তপু সরদারকে (২১) গ্রেফতার করেন। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে চারশ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তপু সরদার আত্মগোপনে থেকে মাদক ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় গৌরনদী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন