সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

ই-পেপার

উজিরপুর ইউএনওর নামে টাকা দাবি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৮:১৬ অপরাহ্ণ

জেলার উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে প্রতারক চক্র ওই নম্বরটি ক্লোন করে কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছে টাকা দাবি করেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে ইউএনও বলেন, মঙ্গলবার রাতে একটি প্রতারক চক্র আমার দাপ্তরিক মোবাইল নম্বর (০১৩১৮-২৫৬৩৩৯) ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় অনেকের কাছে টাকা দাবি করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে আমি তাৎ¶ণিকভাবে উজিরপুর মডেল থানার ওসিকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। একইসাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের কাছে ফোন করে তাদের সতর্ক করে দিয়েছি।

ইউএনওর মোবাইল নম্বর ক্লোনের ঘটনায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করতে পারলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর