রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হালিম মোল্লা (৪৫) নামের এক ইমাম নিহত হয়েছেন। তিনি জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার পুত্র ও স্থানীয় বটতলা মসজিদের ইমাম ছিলেন।
বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কের গুঠিয়া বন্দর সংলগ্ন স্থানীয় বটতলা নামকস্থানে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, মাগরিবের নামাজ শেষে ইমাম আব্দুল হালিম পায়ে হেটে মহাসড়ক পারাপারের সময় বরিশাল থেকে বানারীপাড়াগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহত ইমামকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আরশাদ জানান, পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে।
#চলনবিলের আলো / আপন