জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার গৌরনদীতে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের স্ত্রী আমেনা বেগমের নামে প্রতিষ্ঠিত গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষ কেএম সাঈদ মাহামুদ জানান, গত সোমবার সকালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধণ করেছেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। এরপর গত তিনদিনে প্রায় তিনশ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন