পূর্ব শত্রুতার জেরধরে বাজার থেকে ডেকে নিয়ে আকাশ সিকদার (২০) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সোমবার সকালে গুরুত্বর অবস্থায় আকাশ সিকদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আকাশ জেলার গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মিজান সিকদারের পুত্র। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট রাতে ধানডোবা গ্রামের মোক্তার বাজার নামক এলাকা থেকে কলেজ ছাত্র আকাশকে পাশ্ববর্তী বালুর মাঠে ডেকে নিয়ে যায় একই গ্রামের আলামিন ও তাওহীদ। সেখানে আগে থেকেই অবস্থান নেয়া একই গ্রামের খালেক সরদার, সাইমুন ঘরামী, ফারুক সিকদার, শাহাদাত সিকদার ও মিঠু সিকদার পূর্ব বিরোধের জেরধরে কলেজ ছাত্র আকাশকে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
#চলনবিলের আলো / আপন