পাবনার সাঁথিয়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) নায়েব সুবেদার শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার (১৪ আগস্ট ২০২১ইং) বিকেলে উপজেলার হাড়িয়া ক্যানাল পাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমিনুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় আমিনুলের বাড়ি থেকে কম্পিউটারে প্রিন্ট করা ২২ লাখ জাল টাকা, ২ টি ধাবব মুদ্রা ও ৬টি মোবাইল সেটসহ ৬জনকে আটক করেছে।
আটককৃতরা হলো উপজেলা হাড়িয়া ক্যানাল পাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমিনুল ইসলাম (৩৭), বড় নারিন্দা গ্রামের শুকুর সরদারের ছেলে সেলিম ইসলাম (৬০), মহিষাকোলা গ্রামের মৃত গণির ছেলে হামিদুল ইসলাম (৩৯), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিল কলমি গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে আব্দুল মাজেদ (৩৫), চরাচিথিলিয়া গ্রামের নজরুল মোল্লার ছেলে টুটুল মোল্লা (২৫), বেড়া উপজেলার আল হেরা নগরের হাজী মোজাম্মেল হকের ছেলে রাজু মিয়া (৩৩)।
পাবনা র্যাব-১২, এর সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় দীর্ঘদিন ধরে এ চক্রটি কম্পিউটার থেকে প্রিন্ট করে জাল টাকা তৈরি করে দেশের বাজারে তা সরবরাহ করে আসছিল। আসামীদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় নায়েব সুবেদার শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ আগস্ট সকালে মামলা দায়ের করেছে। যার নং-১৭।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের রবিবার দুপুরে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন