সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

ই-পেপার

ফলো আপ ;  আগৈলঝাড়ায় মোবাইল ফোন চুরির অপবাদে শিশুকে শিকলে বেঁধে মারধর করে চুল কেটে বাজার ঘুরানোর ঘটনায় মামলা দায়ের, একজন গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৪:৩১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ার মোবাইল ফোন চুরির অপবাদে এক শিশুকে শিকলে বেঁধে মারধর করে চুল কেটে দিয়ে প্রকাশ্য বাজারে ঘোরানোর ঘটনায় নির্যাতীত শিশুর পিতা বাদী হয়ে শনিবার রাতে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। ওই মামলার এজাহারভুক্ত আসামী অলি টেলিকমের মালিক মো. আহসান হাবিব অলিকে শনিবার রাতেই গ্রেফতার করেছে।

উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত মহব্বত আলী সরদারের ছেলে মো. লাল মিয়া সরদারের থানায় দায়ের করা এজাহারের বরাত দিয়ে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার এজাহারের জানান- বাদীর ছেলে সজীব সরদার (১৪) শনিবার বিকেল সাড়ে চারটার দিকে গৈলা বাজারে অলি টেলিকম’এ তার ব্যবহৃত ফোন নিয়ে গান ডাউনলোড করতে যায়। কিছু সময় পরে দোকানের মালিক মদ্য শিহিপাশা গ্রামের মৃত আব্দুর রব বেপারীর ছেলে মো. আহসান হাবিব অলি (৩০) তার দোতানেসর একটি ফোন না পেয়ে সজীবকে চোর সন্দেহ করে ক‚জে বের করে বাজারের আইয়ুব আইয়ুব আলীর ডেকরেটরের দোকানে নিয়ে শিকলে বেধে রাখে মালার এজারভুক্ত আসামীসহ অজ্ঞাতনামা ৫/৬জন। এ সময় আসামীরা সজীবকে চোর অপবাদ দিয়ে মারধর করে অপদস্থ করতে কাঁচি দিয়ে বিকৃতভাবে সজীবের মাথার চুল কেটে বাজারের বিভিন্ন গলিতে ঘুরায় তারা। ঘটনা জানতে পেরে বাদী বাজারে গিয়ে তার ছেলেকে উদ্ধার করে গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে শনিবার রাতে আহসান হাবিব অলিকে প্রধান অভিযুক্ত করে আরও দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করে ২০১৩সালের শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করেন, নং-৬ (১৫.৮.২১)।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুর রহমান শিশুর বাবার দায়ের করা মামলায় মনিবার সন্ধ্যায় আটক করা আহসান হাবিব অলিকে গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে প্রেরণ করেছে।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর