সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় প্রতিবন্ধীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ৩:৪০ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় এক প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতা হানির অভিযোগে গোলজার হোসেন (৫২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত গোলজার হোসেন ওই গ্রামের মৃত কছের প্রামাণিকের ছেলে ও তিন সন্তানের জনক। গতকাল সন্ধ্যায় ওই প্রতিবন্ধীর মা সাবিনা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার (১৩ আগষ্ট) সকালে ভাঙ্গুড়া পৌরসদরের হারোপাড়া পশ্চিমপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত রোববার ভাঙ্গুড়া ইউনিয়নের চৌবাড়িয়ার পূর্ব হারোপাড়া গ্রামে ওই প্রতিবন্ধী (২৩) মেয়েটি তাদের বাড়ির পাশে জমি দেখতে যান। জমি দেখে দুপুরে মেয়েটি তার ঘরে প্রবেশ করে। এমন সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত গোলজার হোসেন মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতা হানি করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে প্রতিবেশী আয়শা খাতুন এগিয়ে এলে গোলজার হোসেন দ্রুত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মেয়েটি আয়শা খাতুন এবং পরে তার পিতা-মাতা বাড়িতে আসলে ওই ঘটনা বিস্তারিত খুলে বলে। পরে বিষয়টি নিয়ে প্রথমে গ্রাম্য প্রধানদের নিকট গিয়ে বিচার দাবী করেন ভুক্তভুগী পরিবার। গ্রাম্য প্রধানরা স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ভিক্টিম তার পিতা ও মাতাকে সাথে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন।

প্রতিবন্ধী মেয়ের মা বলেন, আমরা গরীব বলে কি ন্যায় বিচার পাব না। তার প্রতিবন্ধী মেয়ের সাথে এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবন্ধী মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর