নাটোরের বড়াইগ্রামে আমিন হোসেন (৪৪) নামে এক যুবকের পুরুষাঙ্গ (লিঙ্গ) কেটে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। শামীম লালপুর উপজেলার নাখালপাড়া গ্রামের সুবহান মন্ডলের ছেলে। তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার এসআই শামসুল ইসলাম জানান, ওই গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীকে আমিন হোসেন বিভিন্ন ভাবে উত্যাক্ত করতেন। সম্প্রতি ওই গৃহবধুর ছবি সংগ্রহ করে এডিট করে অশ্লীলতার রং দিয়ে তার স্বামীকে পাঠায় আমিন। পরে এর প্রতিশোধ নিতে প্রেমের অভিনয় শুরু করেন ওই গৃহবধু। পরে মঙ্গলবার রাতে তাকে ওই গ্রামের জনৈক সেলিমের বাড়িতে আমিনকে ডাকেন গৃহবধূ। রাতে আমিন ওই গৃহবধুর সাথে অন্তরঙ্গ ভাবে মিশতে গেলে এক পর্যায়ে ব্লেড দিয়ে আমিনের পুরুষাঙ্গ কেটে দেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিন হোসেন ওই গৃহবধুর নামে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
#চলনবিলের আলো / আপন