বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করলেন বিশিষ্ট ব্যবসায়ী স্বপন সিকদার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৫ জুন, ২০২০, ৪:২৮ অপরাহ্ণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুখুরিয়া গ্রামের যুবসমাজকর্তৃক স্বেচ্ছাশ্রমে মেরামত রাস্তা পরিদর্শণ করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া।

চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চল বাসির যাতায়াতের একমাত্র ভরসা বৈন্যামোড় রেহাই পুখুরিয়া হয়ে সলিমাবাদ সড়ক। রেহাই পুখুরিয়া বাজারস্থ রাস্তা,বাজার গোলি,আর,পি, এন, শহীদ শাহজাহান কবির হাই স্কুর রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের হাজার শিক্ষার্থীরসহ ২০ গ্রামের মানুষের প্রতিদিন যাতায়াতের একমাত্র ভরসা এ সড়ক। রেহাই পুখুরিয়া বাজারস্থরাস্তা দির্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী থাকায় স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়।

সরকারী এ রাস্তা সংস্কার বা মেরামতের অভাবে একটি মরণ ফাঁদ রাস্তায় পরিণত ছিল, কালের পরিবর্তনের হওয়ায় এলাকাবাসি রাস্তাটি স্বচল করলেন স্বেচ্ছাশ্রমে। দীর্ঘদিন ধরে জরাজির্ণ কাদাপানি, ভাঙ্গাচুরা অবহেলিত ভাবে পরে থাকা রাস্তা বৈন্যামোড় থেকে রেহাই পুখুরিয়া বাজার ও স্কুল রাস্তা সেচ্ছাশ্রমে মেরামত করা হচ্ছে যার বাস্তবচিত্র সরেজমিন পরিদর্শন করা হয়। বৈন্যা পাকা সড়ক থেকে রেহাই পুখুরিয়া, সুম্ভুদিয়া, ভুতের মোড়, বিনানই ও সলিমাবাদ পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক।

এই রাস্তা দিয়ে বাঘুটিয়া ইউনিয়ন, সলিমাবাদ ইউপি,খাষপুখুরিয়া ইউনিয়নসহ প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী,পথযাত্রী, হাট-বাজার ও সরকারি কর্মকর্তা-কর্মচারি প্রতিদিন যাতায়াত করে। এসড়কের দু-পাশে প্রতিষ্ঠান গুলো হচ্ছে বৈন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কোদালিয়া বাজার, রেহাই পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,অরমাসুকা সপ্রাবি,বাঘুটিয়া,সুম্বদিয়া,বিনানই,বি এম উচ্চ বিদ্যালয়,আর পি এন উচ্চ বিদ্যারয়, মিটুয়ানি,সুম্ভদিয়া উচ্চ বিদ্যালয়, চৌবাড়িয়া কারিগরি কলেজ, হাইস্কুল,দাখিল মাদ্রাসা, বি এম কলেজ, সরকারি কলেজ, মহিলা ফাজিল মাদ্রাসা, কে আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়সহ বহু প্রাইমারির শিক্ষার্থী ও শিক্ষক উপজেলা সদর এবং পরিক্ষা কেন্দ্রগুলোতে চলাচল করে। আর পি এন,রেহাই পুখুরিয়া বাজারের পাশে নক্করজক্কর কাদাপানির রাস্তা দিয়ে আমাদের আসা-যাওয়ায় জীবনের ঝুকি নিয়ে চলতে হয় বললেন, ভুক্তভোগিরা।

রাস্তাটি কর্তৃপক্ষের নজরে থাকলেও কার্যকর ভুমিকা রাখেননি দির্ঘদিনেও। প্রধানমন্ত্রীর শতভাগ শিক্ষা বাস্তবায়ন ও গ্রাম হবে শহর নির্বাচনী প্রতিশ্রæতি সফল করতে সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে এলাকার যুবসমাজকে উদ্বীত্ব করে কমিটির মাধ্যমে স্বেচ্ছাশ্রমে কাজ করতে এগিয়ে আসেন রেহাই পুখুরিয়া গ্রামের যুবসমাজ।

রেহাই পুখুরিয়া গ্রামের বাজার ও রাস্তা মেরামত কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ স্বপন সিকদার বলেন, এলাকাবাসির উদ্যেগ নিয়ে গ্রামবাসির টাকায় ও সেচ্ছাশ্রমের বিনিময়ে প্রায় দের লক্ষ টাকা ব্যায়ে এ রাস্তা মেরামত করা হয়। সেই সাথে রেহাই পুখুরিয়া বাজারে নিজ¯^ অর্থায়নে বাঘুটিয়া ইউপি’র সদস্য মির্জা সেলিমের সহযোগিতায় সংস্করণ করা হয় ।

বর্ষা ও শুকনো মৌসুমে এই সড়কটি ঝুকিপূর্ণ যাতায়াতে অনেক স্কুল গামি কোমলমতি শিক্ষার্থী কাদা পানিতে পরে দুর্ঘটনা ঘটে। এলাকা দুর্গম গ্রামবাসির যাতায়াতের বাশের সাকো ও পাকা সড়ক থাকলেও ব্যবহার অনুপযোগী, রাস্তা আছে ব্রীজ নেই ও কাদামাটির রাস্তায় জনদুর্ভোগ চরমে। তালুকদার বাড়ির পাশে বাশের সাকোটি আমাদের যাতায়াতের এক মাত্র ভরসা। রাস্তার ওপর ব্রীজ না থাকায় কৃষি পণ্য বাজার জাত করণে যানবাহন বন্ধ। সাধারণ জনগন বশির মিয়া বলেন, চৌহালীর ও নাগরপুরে চলাচলে একটি গুরুত্বপুর্ণ এলাকা। এ অঞ্চলের গুরুত্বপুর্ণ বাজার, হাট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এ সড়ক। জনবহুল এলাকার গুরুত্বপুর্ণ সড়ক মেরামত করায় এলাকা যেমন ডিজিটালের অংশ, দ্রুত ব্রীজ নির্মান ও পূর্ণাঙ্গ সড়ক প্রয়োজন। গ্রামীন জনপদের স্বেচ্ছাশ্রমে রাস্তা হলো এবার সড়ক ভাঙ্গায় একটি ব্রীজই বদলে দিতে পারে এলাকার বাসির ভাগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর