সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

ই-পেপার

ভারুয়াখালীতে চিংড়ি ঘেরে ডাকাতি ও গুলি বর্ষন- মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৯:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়ন বড় চৌধুরীপাড়া এলাকায় চিংড়ি ঘেরে ডাকাতি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩ আগষ্ট) আনুমানিক রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দল ফাকা গুলি বর্ষণ করে মালামাল ও নগত টাকা লুট করে নিয়ে গেছে বলে জানান চিংড়ি ঘের মালিক আজম উল্লাহ। তিনি আরো জানান ঘটনার দিন গভীর রাতে সঙ্গবদ্ধ ডাকাত দল ফাকা গুলি ছুড়ে আমাকে সহ কর্মচারীদের জিম্মি করে নগত টাকা, ছাগল, মাছ, জালসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে এগিয়ে আসলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাত দল। স্থানীয় বাদিন্দা জুলু মিয়া, আব্দু সোবহান, হারুনর রশিদ জানান, আমরা ডাকাতি হচ্ছে খবর পেয়ে তাদের গতিরোধ করতে চাইলে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ফলে তাদের ধরা সম্ভব হয়নি।

তবে চিংড়ি ঘের মালিক আজম উল্লাহ জানান, এই ডাকাত দলের কাউকে আটকাতে না পারলেও কয়েকজন সদস্যকে চিনতে সক্ষম হয়েছি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে স্থানীয় মেম্বার ফজলুল হক জানান, এ ঘটনায় বাদী আজম উল্লাহর সাথে অপর একটি পক্ষের পাণির বিষয়ে বিরোধ ছিলো এটা নিয়ে তাদের মাঝে বাক-বিতন্ডা ও হয়েছিলো বলে শুনেছিলাম। তবে তা ছিলো দুই একদিন আগের ঘটনা। আবার ৩ আগষ্ট চিংড়ি ঘেরে থাকা বাসা থেকে ছাগল, টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে আমাকে ভুক্তভোগী আজম উল্লাহ জানিয়ে ছিলেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর