বরিশালে র্যাবের অভিযানে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব।বরিশাল র্যাব-৮ সূত্রে জানাগেছে, মাদক সরবরাহ করার জন্য চাপাইনবাবগঞ্জ জেলার কানসার্ট হইতে একটি মিনি ট্রাক বরিশাল হয়ে পটুয়াখালী যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ সদস্যরা মঙ্গলবার দুপুরে বরিশালের উজিরপুর থানাধীন ব্রীজের ইচলাদী টোল প্লাজার সামনে চেকপোষ্টের বসায়। চেকপোস্টে ঢাকা মেট্রো ন-২০-০২৯২ গাড়িতে তল্লাশী চালিয়ে পাবনা জেলার সদর থানার রাধানগর এলাকার মৃত ইসমাইল হোসেন পুত্র মো. আফজাল হোসেন (৪৯) ও একই জেলার কাশিনাথপুর, চরপাড়া এলাকার মো. নিফাজ প্রমানিকের পুত্র মো. রঞ্জু হোসেনকে (৩৩) আটক করে তাদের গাড়ী তল্লাশি করে ৪৫৫ (চারশত পঞ্চান্ন) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৪হাজার টাকা উদ্ধার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।
#চলনবিলের আলো / আপন