সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে চোরাই দ্রব্য ও মাদকসহ এক যুবক আটক

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৭:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজা ও চোরাই পানির পাম্প চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় এক যুবককে আটক করা হয়।
ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর জামে মসজিদের সামনে থেকে স্থানীয় এলাকাবাসী চুরি করা পানির পাম্পসহ আপন (২২) নামের এক যুবককে আটক করে। আপন পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার নুডুর চর গ্রামের ছালামের ছেলে। খবর পেয়ে পুলিশ পানির পাম্পটি জব্দ করে। তাকে তল্লাশি করলে কিছু গাঁজা পাওয়া যায়।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইসরাত জাহানকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইসরাত জাহান বলেন, তার কাছে মাদকদ্রব্য পাওয়ায় মাদক আইনে এই শাস্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে মাদক নির্মূলে আমাদের বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর