আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার বানারীপাড়া উপজেলার চাখারে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদককে নিয়ে ত্রাণ বিতরণের নামের তালিকা করার প্রতিবাদ করায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মুহুরীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মুহুরী অভিযোগ করেন, স্থানীয় ইউপি সদস্য মেজবা উদ্দিন সোহেল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সিকদার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস ফকিরকে নিয়ে ত্রাণ বিতরণের জন্য তালিকা তৈরি করেন। পরবর্তীতে ওই তালিকায় তাকে স্বাক্ষর করতে বললে তিনি বিএনপি নেতাকে নিয়ে তালিকা করায় প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাকে মারধর করেন।
নাসির উদ্দিন আরও বলেন, বিএনপি নেতা কুদ্দুস ফকির সংসদ নির্বাচনের সময় বরিশাল-২ আসনে বিএনপি দলীয় প্রার্থীর সাথে বানারীপাড়া বাসষ্ট্যান্ডে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ মামলার অন্যতম আসামি। ইউপি সদস্য বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গালিগালাজ করায় তিনি নাসির উদ্দিনকে দুটি ঘুষি দিয়েছেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ত্রানের তালিকায় নিজের নাম লেখাতে ওই বিএনপি নেতা সেখানে এসেছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, একইভাবে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটিতে ওই এলাকার বিএনপি দলীয় সাবেক সাংসদের পিএস’র ছোট ভাই ও পৌর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক স্থানীয় প্রেসকাবের সভাপতির নাম অর্ন্তভূক্ত করা হয়েছে। ফলে সেখানকার আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী এবং আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।