নওগাঁর আত্রাইয়ে রাস্তার উপর হাউজ নির্মাণ করে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ১০ টার দিকে উপজেলার জাতপাড়া গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের হাসান মন্ডল তার বাড়ি সংলগ্ন রাস্তার উপর পানির হাউজ নির্মাণ করে জনসাধারণের রাস্তা বন্ধ করে দেন। এদিকে গত রোববার ওই রাস্তা বন্ধ করে হাউজ নির্মাণে বাধা দিলে হাসান মন্ডল তার লোকজন নিয়ে চড়াও হয়ে একই গ্রামের আসাদুজ্জামান (৪৩) নামের এক ব্যাক্তিকে এলোপাতারি ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ ঘটনায় আহত আসাদুজ্জামানের স্ত্রী আক্তারুন বিবি (৩৬) বাদি হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর প্রাং (৩৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মানুষের চলাচলের রাস্তা বন্ধ করা অমানবিক কাজ। হাসান মন্ডলকে রাস্তার উপর হাউজ নির্মাণ করতে বারবার নিষেধ করা সত্বেও তিনি তা নির্মাণ করেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে।
#চলনবিলের আলো / আপন