নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ স্পর্শে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরপুর গ্রামের মৃত আসমতের পুত্র কালাম প্রাং (৩৭)।
জানা যায়, কালাম প্রাং গত মঙ্গলবার দুপুরের দিকে একই গ্রামের আব্দুর রশিদের বাড়িতে নির্মাণ কাজ করছিলেন। এ সময় একটি রড দাঁড় করালে ওই বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে লেগে যায়। সাথে সাথে তিনি বিদ্যুতায়িত হয়ে ছিঁটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন