সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

ই-পেপার

আত্মহত্যা নয় হত্যা, মামলা নেয়নি থানা পুলিশ, অভিযোগ স্বজনদের

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা শাহিনপাড়া গ্রামে শশুরবাড়িতে বেড়াতে এসে শার্শা উপজেলার নাভারণ জামতলা গ্রামের হানিফ মোড়লের পুত্র শরিফুল ইসলাম(৩৫) এর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যা বললেন মৃতের স্বজনরা।
মৃতের মামা মেহেদী হাসান জানান শরিফুল অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের শাহিনপড়া এলাকার আবুল হোসেনের মেয়ে শিল্পী বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের ৬ বছর বয়সি সিয়াম নামের একটা পুত্র সন্তান রয়েছে।
জীবনের তাগিদে তিন বছর পূর্বে শরিফুল মালয়েশিয়া চলে যায় এবং কষ্টার্জিত অর্থ তার স্ত্রীর নামে পাঠায়। এদিকে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সাথে পরকিয়া সম্পর্কে জরিয়ে পড়ে। দেশে ফিরে শরিফুল এসব জানতে পেরে স্ত্রীর কাছে টাকার হিসাব চাইলে তার স্ত্রী নগদ অর্থ ও সোনার গহনা নিয়ে চলে আসে পিতৃগৃহে। এ বিষয়ে শার্শা থানায় একটি সাধারন ডায়েরি করেন শরিফুল যাহার নং ১১৪৫ তাং ২৯/০৬/২০২১ ইং। উক্ত টাকার হিসাব ও স্বর্ণ অলংকার ফিরিয়ে দেবে বলে ফুসলিয়ে গত ২২ জুলাই (বৃহস্পতিবার) তাকে শশুরবাড়ি আনা হয়। শশুর বাড়ি এসে ২৫ জুলাই সে জানতে পারে এলাকাবাসীর হাতে স্ত্রী’র পরকিয়া প্রেমিকসহ অপ্রীতিকর অবস্থায় ধরা খাওয়ার কাহিনি, সেদিন রাতেই স্ত্রী সহ শশুর বাড়ীর অন্যান্যদের সাথে বাগবিতন্ডা হলে রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়।
হত্যার পরদিন বিকালে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিতে গেলে ও.সি শামিম হাসান আত্মহত্যা বলে মামলাটি নেননি।
এ বিষয়ে মৃতের স্বজনদের সাথে আসা ইউপি সদস্য জিয়া আক্ষেপ প্রকাশ করে বলেন, অভয়নগর থানায় আমিও গিয়েছিলাম। তবে ওসি’র আচারণ আমাকে ভাবিয়ে তুলেছে। দুঃখের বিষয় হলেও আমি বলতে বাধ্য হচ্ছি নিশ্চই হত্যার বিষয়টা মোটা অংকের টাকার বিনিমময়ে রফা হয়েছে অন্যথায় ওসি এমন ব্যবহার করবে কেন?
এ বিষয়ে শ্রীধরপুর ইউনিয়নের বেশ কিছু লোকের সাথে কথা বলে জানা যায় স্থানীয় এক প্রভাবশালী ইউপি সদস্যের সাথে শিল্পি বেগমের পরকিয়া সম্পর্ক রয়েছে। ইতিপূর্বে স্থানীয়রা তাদের দুজনকে দু’বার হাতেনাতে ধরেছে, কিন্তু ইউপি সদস্য ক্ষমতাবান ও বদরাগী প্রকৃতির লোক বলে কেউ কিছু বলতে সাহস পায়নি।

এবিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডলের কাছে জানতে চাইলে,তিনি বলেন জিডি করে মৃত্যু ব্যক্তির লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা সম্ভব নয়, অপর এক প্রশ্নে তিনি বলেন শরিফুলের মৃত্যুর ব্যাপারে, কেউ অভিযোগ দিতে এসে অভিযোগ নেওয়া হয়নি এমন তথ্য আমার জানা নেই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর