রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় গৃহবধূও ইমামকে খুটির সাথে বেঁধে নির্যাতন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৩:৫২ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধূ ও মসজিদের ইমামকে খুটির সাথে বেধে নির্মম নির্যাতন করেছে এলাকার কিছু উট-ভাট যুবক। এমন ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ভবানিপুর(বিশ্বাস পাড়া) গ্রামে। রোববার দিবাগত রাত ১২টার দিকে মসজিদের ইমাম মোঃ রুহুল আমিন (২৩) হঠাৎ অসুস্থ হয়ে পরে। ইমাম সাহেব মসজিদের পাশে মোঃ রাকিবুল ইসলামের বাড়ি গ্যাসের ঔষদ আনতে যায়। ঔষদ নিয়ে ফেরার সময় এলাকার কিছু যুবক ইমাম রুহুল আমিনকে আটক করে মসজিদের সামনে রাস্তার পাশে পল্লী বিদ্যুতে খুটির সাথে রসি দিয়ে বেধে রাখে মারতে থাকে। কিছু সময় পর গৃহ বধুকে তার নিজ ঘর থেকে টেনে হেচরে নিয়ে এসে একই খুটির সাথে বেধে দুজনকেই রাত ভর লাঠি সোটা দিয়ে মারপিট করতে থাকে। মারপিটের সময় ইমামের এক হাত ভেঙ্গে যায় ও দুজনের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষত হয়।

পরের দিন সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকুন ও ভাঙ্গুড়া থানার এস আই রমজান আলী ঘটনা স্থানে গিয়ে ইমাম ও গৃহবধূর সাথে কথা বলে এলাকাবাসির সামনে গৃহবধূ ও ইমামকে ছেড়ে দেয়। এসময় উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরে। এসময় ইউপি সদস্য ও এলাকার প্রাধান এলাকার যুবকদের বাচাতে ইমাম ও গৃহবধুর কাছ থেকে সাদা কাগজে সাক্ষর নেয়। গৃহ বধু সাক্ষর না দিতে চাইলে তাকে বিভিন্ন ভয়ভিতি দেখান।

গ্রামের যুবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ইমাম দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করছেন। ঘটনার রাতে ওই গৃহবধূর ঘরে ইমামকে প্রবেশ করতে দেখে। গৃহবধূকে ডাকাডাকি করলে ওই ইমাম পেছনের গেট দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করে এবং ওই গৃহবধূসহ মসজিদের সামনে সড়কের পাশে খুঁটির সাথে বেঁধে রাখে।

গৃহবধু নাজমা খাতুন বলেন, বিনা অপরাধে এলাকার কিছু অসৎ মানুষ আমাকে যে কলঙ্ক দিয়ে রান্তায় শত শত মানুষের সামনে খুটির সাথে বেধে রাত ভর মারধর করেছে আমি তার বিচার চাই।

ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য মাজেদ হোসেন জানান, ঘটনার কিছুক্ষণ পর আমি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি।
ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন বলেন, গৃহবধু ও ইমামের অপরাধ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ভাঙ্গুড়া থানার ওসি মু ফয়সাল বিন আহসান বলেন, লিখিত অভিযোগ না থাকায় আইন গত ব্যবস্থা নেওয়া সম্ভব হযনি। তরে লিখিত অভিযোগ পেলে আইনতগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর