সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে রোগী বহনকারী যান আটকে নাটকীয় মামলা ; পুলিশের অস্বীকার

শেখ আলী আকবার সম্রাটঃ
আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ণ

যশোর অভয়নগর উপজেলার  পৌর’র নওয়াপাড়া আকিজ জুট মিল সংলগ্ন এলাকা থেকে একটি রোগী বহনকারী ইজিবাইক আটকে রেখে সাদা কাগজে নাটকীয় মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ব্যাটারি চালিত ইজি-বাইকের চালক মোঃ নুর ইসলাম গণমাধ্যমকর্মী শেখ আলী আকবারকে বলেন, গতকাল সকাল আনুমানিক ১১ টার সময় রোগী বহনকরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার ব্যাটারি চালিত ইজিবাইকটি আটকে রাখা হয়।
তাঁর  কোন কথা শুনার আগেই সাদা কাগজে নাম আর মোবাইল নম্বর লিখে  চালকের হাতে দিয়ে বাইকটি জব্দ করে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
 এসময়  চালক মোঃ নুর ইসলামকে সাংবাদিক সম্রাটের এক প্রশ্নের জবাবে  চালক বলেন, ভাই আমি জামিরার রাস্তায় বাইক চালিয়ে উপার্জন করি কিন্তু একজন রোগীকে নিয়ে যাওয়াটাই তাহলে আমার জন্য কাল হলো নাকি? ।
 চালক বলেন  অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও তার কথা না শুনে বাইকটি জব্দ করে রাখে ।
এদিকে হাইওয়ে থানার দায়িত্বে থাকা সার্জেন্ট  জাহাঙ্গীরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, রোগীবহনকরা কোন গাড়ি তারা আটকে রাখেন না।  রোগীর অবস্থা বুঝে এবং মেডিসিন দ্রব্য থাকলে সেক্ষেত্রে গাড়ি ছেড়ে দেওয়া হয়। তবে পরক্ষণে সাংবাদিক সম্রাট আটককৃত বাইকটির চালকের কাছ থেকে পাওয়া ভাষ্য তুলে ধরলে তিনি বলেন,  আমরা সন্ধার পরে আজকের আটককৃত সকল বাইকের লিষ্ট এসপি অফিসে পাঠিয়েছি এসপি’ অফিস থেকে নির্দেশ দিলে তবেই আটককৃত সকল ইজি বাইক ছেড়ে দেওয়া হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর