অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রান্তিক অসহায় মানুষের মাঝে ভি.জি.এফ এর চাল বিতরণে বিস্তর অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে, সরেজমিনে দেখা গেছে। জনপ্রতি/ কার্ড প্রতি থেকে ২ কেজি পর্যন্ত চাল কম দিতে দেখা যায়। পাত্র সহ ৮ কেজি চাল দিতে দেখা যায়। অত্র ইউনিয়নে ৬৯ মঃটন ১৭০ কেজি চাল বরাদ্দে ৬৯১৭ জন কে ১০ কেজির স্থলে ৮ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সরেজমিনে তদন্তে যেয়ে চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহাম্মাদ আলী বলেন আমরা প্রতি বস্তার চাল বালতির মাপে বিতরণ করেছি কম বেশি হতে পারে, জন প্রতি ২ কেজি চাল কমের বিষয় তিনি অস্বীকার করেন। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন চাল কম দেয়ার বিষয়ে আমার কিছু জানা নেই, কেউ যদি অভিযোগ করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে উপস্থিত একাধিক ব্যক্তি জন প্রতি ২ কেজি চাল কম দেয়ার অভিযোগ করেন, চাল গ্রহনকারী শরিফা বেগম ও সাহিদা বেগমের চাল ওজন করে, সত্যতা পাওয়া যায়।
ভুক্তভোগী এলাকার অসহায় সাধারন জনগন বলেন সরকারি ভি.জি.এফ এর চাল আমাদের প্রাপ্য তাই এতে কম দিলে আমাদের মত গরিবদের হক মারা হবে। সচেতন মহল চাল কম দেয়ার বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।
#চলনবিলের আলো / আপন