#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ফরিদপুর_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি নীল নীলাঞ্জনার জীবনী পরিচিতি
#নীল_নীলাঞ্জনা:
কবি নীল নীলাঞ্জনা তিনি ফরিদপুর উপজেলার থানা পাড়ার গ্রামে জম্নগ্রহণ করেন।তিনি লেখাপড়ার পাশাপাশি নিয়মিত লেখে যাচ্ছেন। “অন্তরে অনুভবে” তাঁর প্রকাশিত গ্রন্থটি বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও তাঁর বেশ কয়েকটি প্রকাশনা রয়েছে।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ
#অনলাইন_মিডিয়াঃ “নৈতিক ভাঙ্গুড়া”এবং “দৈনিক চলনবিলের কথা ”
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_সাদিয়া_পারভীনের জীবন বৃত্তান্ত।