সিরাজগঞ্জের সলঙ্গায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল বাছেদ সরকার (৩৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের হোড়গাতী গ্রামের মৃত ওসমান গনী সরকারের পুত্র ও সিরাজগঞ্জ সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষক। আজ বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া -নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়ায় যাওয়ার পথে উল্লেখিত স্থানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন