শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জের সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কে ট্রাক চাঁপায় নিহত এক

মোঃরোকনুজ্জামান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১, ৯:২৪ অপরাহ্ণ

আজ ১১ জুলাই (রবিবার) সন্ধ্যার আগে সিরাজগঞ্জের সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের থানার বনবাড়িয়া এলাকায় মুরগির খাদ্য বোঝাই ট্রাক চাঁপায় সোয়াত (৩) নামের এক শিশু নিহত হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় জনতা কিন্তু চালককে আটক করা সম্ভব হয়নি।

সোয়াত সলঙ্গা থানার আগরপুর মল্লিক পাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, রবিবার সন্ধ্যার আগে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সোয়াতের বাবা শফিকুল ও তার স্ত্রী সন্তানকে নিয়ে সলঙ্গায় আসছিল। এসময় সলঙ্গা থানার বনবাড়িয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মুরগীর খাদ্য বোঝাই দ্রুত গতিতে ট্রাক আসলে মানসিক প্রতিবন্ধি এক জনকে দেখে মোটর সাইকেল ব্রেক করলে সোয়াতের মা মোটর সাইকেল থেকে পরে যায় এবং ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই শিশু সোয়াত মারা যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কাদের জিলানী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে সলঙ্গা থানা পুলিশকে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর