বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

ই-পেপার

কোভিড কিটের আবিস্কারক ড. রেহানা পারভীন কোভিড আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১, ৯:৩৬ অপরাহ্ণ

করোনা আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন কোভিড কিট (করোনাভাইরাস কিলিং কিট) নামক ডিভাইসের আবিস্কারক বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষিকা ড. রেহানা পারভীন।

তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও শেখ হাসিনা হলের প্রভোস্ট।রবিবার দুপুরে ববি’র শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, শনিবার দিবাগত রাতে ড. রেহানার শরীরে কোভিড উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরিফ হোসেন আরও বলেন, শেবাচিমে থাকাকালীন ড. রেহানা পারভীনের করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার সু-চিকিৎসার জন্য সবধরনের চেষ্টা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, একমাত্র শিশু সন্তানসহ রেহানা পারভীনের পরিবারের তিন সদস্যই করোনায় আক্রান্ত। তবে তিনি (রেহানা) ব্যতিত বাকি দু’জনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। নানা শারীরিক জটিলতার কারণে রেহানা পারভীনকে ভেন্টিলেশনে রেখে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর শের-ই বাংলা মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. এইচএম মাসুম বিল্লাহ্ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীনের যৌথ উদ্যোগে কোভিড কিট (করোনাভাইরাস কিলিং কিট) আবিস্কার করা হয়। যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল প্রকৌশল বিভাগ থেকে ব্যবহার উপযোগী হিসেবে ছাড়পত্র পায়। বর্তমানে এটি বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলের (বিএমআরসি) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর