ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর নামক এলাকায় বিপরীতদিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে মোটরসাইকেল চালক হারুন খান (২৫) নিহত হয়েছেন।
শনিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত হারুন খান উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের আক্কেল আলী খানের পুত্র ও ঢাকায় একটি কোম্পানির গাড়ির চালক হিসেবে চাকরি করতেন।
জানা গেছে, কঠোর লকডাউনে অফিস বন্ধ থাকায় নিজের ব্যবহৃত মোটরসাইকেলযোগে হারুন খান ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। শনিবার ভোর পাঁচটার দিকে রহমতপুর ব্রিজ সংলগ্ন এলাকা অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাঁদে পরে হারুন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে হারুন মারা যায়।
#চলনবিলের আলো / আপন