শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে ডাক্তার অঞ্জন ভট্টাচার্যের পরলোকগমন

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ২:৪৯ অপরাহ্ণ

পাবনার চাটমোহর প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট হোমিও চিকিৎসক সবার প্রিয় ডাক্তার অঞ্জন ভট্টাচার্য আর নেই। শুক্রবার (০২ জুলাই) সকাল ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি।
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই সময় অঞ্জন ভট্টাচার্য গুনাইগাছা নিজ বাড়ি থেকে অটোভ্যানে নতুন বাজারে তার হোমিও চেম্বারের উদ্দেশ্যে রওনা হন। আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের সামনে হঠাৎ করে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী, সহকর্মী, আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তার মৃত্যুতে চাটমোহরে সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামের মৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে ডাক্তার অঞ্জন ভট্টাচার্য। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ। তিনি বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক ছিলেন।
এদিকে, ডাক্তার অঞ্জন ভট্টাচার্যের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে চাটমোহর প্রেসক্লাব। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক বলেন, শনিবার (০৩ জুলাই) কালো ব্যাজ ধারণ, রোববার (০৪ জুলাই) প্রার্থণা এবং সোমবার (০৫ জুলাই) স্মরণসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর