যশোরের অভয়নগর উপজেলার বন গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ জানা গেছে , ১ জুলাই (বৃহস্পতিবার) সকালে বড়শি দিয়ে বিলে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় ৷ নিহত কৃষকের নাম সোহরাব হোসেন বিশ্বাস (৫৪) ৷ তিনি উপজেলার বনগ্রামের অহেদ বিশ্বাসের ছেলে ৷ তথ্যানুসন্ধানে জানা যায় , বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টিতে তিনি বাড়ির পাশে ধলের বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যায়৷ বেলা এগারটার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় ৷ বজ্রপাতের সাথে সাথে সোহরাব মাটিতে লুটিয়ে পড়ে ৷ ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷ গ্রামবাসী ও অন্যান্য মাছ শিকারীরা সোহরাবের মরদেহ উদ্ধার করে৷ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এই ইউনিয়নের বনগ্রামের কৃৃষক সোহরাব বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মৃৃৃৃত্যুবরণ করেছে ৷
#চলনবিলের আলো / আপন