সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে কঠোর লকডাউন অবস্থানে প্রশাসন

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ২:১০ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের প্রথম দিনে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে পাবনার চাটমোহরে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
আজ কঠোর লকডাউনের প্রথম দিনে সড়ক ও মহাসড়কে সকল গণপরিবহণ বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে কিছু অটোভ্যান চলাচল করলেও তা তল্লাশী করা হচ্ছে। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে চেক পোস্ট স্থাপন করেছে পুলিশ। দোকানপাট, শপিংমল বন্ধ রয়েছে। যারা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন, তাদেরকে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা শহরের সাথে উপজেলার যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার ১ জুলাই আষাঢ়ের বৃষ্টির মধ্যেও থানা পুলিশ সড়ক ও সহাসড়কে দায়িত্ব পালন করেছে। উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা শহরের বেশীরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, আমরা সার্বক্ষনিক মাঠে রয়েছি, চেকপোস্ট বসানো হয়েছে। চাটমোহর থানা অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশ সব সময় কাজ করছে। অযথা বাইরে বের হওয়া মানুষদের বুঝিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেন, এবার করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমাদের উপর যে নির্দেশনা এসেছে, তা কার্যকর করতে আইন অনুযায়ী কাজ করছি। তিনি ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত আরোপিত বিধি-নিষেধ যথাযথ ভাবে মেনে চলতে ও সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর