২৫ জুন (শুক্রবার) সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় ট্রাক চাপায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
জানা যায়, আমিনুল ইসলাম সিরাজগঞ্জ সদর থানার সাটিকাবাড়ী গ্রামের মৃত আবু সাইদ মন্ডলের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই কামরুল ইসলাম জানান, গতকাল ২৪ জুন (বৃহস্পতিবার) মৃত চাচাকে দেখতে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে আসেন আমিনুল। (শুক্রবার) সকালে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল গাজীপুর যাওয়ার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় পৌঁছালে একটি গর্তে পড়ে মোটরসাইকেল উল্টে যায়।
এতে আমিনুল মহাসড়কের উপর পড়ে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।