রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরের যমুনা সার কারখানায় পাঁচ বছর পর বার্ষিক উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৪:০০ অপরাহ্ণ

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা (জেএফসিএল) বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা পাঁচ বছর পর এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) বেঁধে দেওয়া সময়ের এক সপ্তাহ পূর্বেই বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে এ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে কারাখানা কর্তৃপক্ষ।সূত্র জানায়, যমুনা সার কারখানাকে ২০২০-২০২১ অর্থবছরের ১ জুলাই থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ৪০ হাজার টন বেঁধে দেয় বিসিআইসি।

এ লক্ষমাত্রা অর্জনে চাহিদা মোতাবেক কারখানার কাঁচামাল হিসেবে গ্যাস সরবরাহ না থাকলেও বুস্টার মেশিন দ্বারা কারখানার শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ১ জুলাই থেকে সার উৎপাদন শুরু হয়। এরমধ্যে কয়েক দফায় কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও নির্ধারিত সময়ের আগেই সার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিন করা সম্ভব হয়।

বর্তমানে কারখানায় ইউরিয়া সার মজুদ রয়েছে ১ লাখ ১২ হাজার টন। এর আগে ২০১৫-২০১৬ অর্থবছরে বিসিআইসি ৪ লাখ ৫০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলে বার্ষিক উৎপাদন হয়েছিল ৪ লাখ ৫৭ হাজার ৭০৭ টন। এ সময় কারখানায় সার উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত হয়েছিল।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিসিআইসির বেঁধে দেওয়া সময়ের পূর্বেই যমুনা সার কারখানায় সার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। এ জন্য তিনি কারখানার সকল পর্যায়ের কর্মকর্তা-শ্রমিক-কর্মচারী এবং কারখানার সিবিএর প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর