শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালপুর ধানের শীষ প্রতীকের এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইল-২ আসনে ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক গোলাম রসুল ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত; ২ লাখ টাকা জরিমানা ও ২ জনের জেল আটঘরিয়ার পুস্তিগাছা বাজার সংলগ্ন পাকা  রাস্তা দখল করে ইটের রমরমা ব্যবসা লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

আগৈলঝাড়ায় বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় হঠাৎ করেই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৮জুন থেকে ৪দিনে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ১৬জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এছাড়াও আউটডোরে প্রতিদিন ২০থেকে ২৫জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ঠান্ডা আর গরম এমন বৈরী আবহাওয়ার কারনে দিন দিন ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠ চিকিৎসকেরা।

মহামারি করোনাকালে হঠাৎ করে উপজেলা জুড়ে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

গত চার দিনে উপজেলার রাংতা গ্রামের হানিফ আকনের স্ত্রী বেবী বেগম (৩০), পূর্ব সুজনকাঠি গ্রামের খোকন মোল্লার নয় মাসের মেয়ে আয়শা আক্তার, একই গ্রামের ফরহাদ মোল্লার দেড় বছরের ছেলে ফারহান, সাতলা গ্রামের মিলন হাওলাদারের নয় মাসের ছেলে তাজিম, ধানডোবা গ্রামের হরিদাস বাড়ৈর স্ত্রী শোভা বাড়ৈ (৪৫), চেঙ্গুটিয়া গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী আফিয়া আক্তার (২৭), রাজিহার গ্রামের হারুন হাওলাদারের স্ত্রী সাথী বেগম (৫৫), ফুল্লশ্রী গ্রামের রুবেল সরদারের দশ মাসের ছেলে আয়ান ইসলাম, আমবাড়ি গ্রামের সুশান্ত সরকারের ছেলে দৃশ্য সরকার, বাশাইল গ্রামের সঞ্জয় রায়ের সাত মাসের ছেলে সার্থক রায়, আস্কর গ্রামের জগদীশ সাহার দেড় বছরের ছেলে জয় সাহা, কাঠিরা গ্রামের কিরন হালদারের স্ত্রী শিখা হালদার (৪৫), বড় বাসাইল গ্রামের সঞ্জয় ঢালীর সাত মাসের ছেলে সার্থক ঢালী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এছাড়াও নিয়মোনিয়ায় আক্রান্ত হয়ে চেঙ্গুটিয়া গ্রামের জহিরুল ইসলামের চার মাসের মেয়ে মীম আক্তার, সাতলা গ্রামের মনিরুজ্জামান বালীর দুই বছরের ছেলে সাজিদ বালী, পিরেরপাড় গ্রামের মাধব মহুরীর আড়াই বছরের ছেলে দুরন্ত মহুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আউডডোরে প্রতিদিন ২০ থেকে ২৫ জন ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া জনিত পরিবর্তন ও নিরাপদ খাবার গ্রহন না করার কারণেই ডায়রিয়া দেখা দিয়েছে। চলতি জুন মাসের শুরু থেকে করোনার পাশাপাশি ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এই রোগ থেকে রেহাই পেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে সবাইকে নিরাপদ খাবার গ্রহণ ও বিশুদ্ধ পানি পান করতে হবে। উপজেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য সব ধরনের ঔষধ ও স্যালাইন পর্যাপ্ত পরিমানে সরবরাহ রয়েছে জানিয়ে তিনি বলেন রোগীরা হাসপাতালে ভর্তির সাথে সাথেই সব ধরনের ঔষধ পাচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর