সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেলার এককালের সর্বহারা অধুষ্যিত বাবুগঞ্জ উপজেলার সাবেক আগরপুর বর্তমান বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, ওই ইউনিয়নের আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কামরুল আহসান হিমু খান ২ হাজার ৯৫৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৪২। নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান সরদার তারিকুল ইসলাম তারেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক কামরুল আহসান হিমু খান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের চাচাতো ভাই।
#চলনবিলের আলো / আপন