স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করার চেষ্টা করে না পাড়ায় পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসে এক টিম গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃদ্ধার ভাতিজা মোঃ মানিক (৪০) বলেন, রবিবার সকালে নাতির বাড়ি বেড়াতে যায়, এই দিন বিকেলে নামাজ আদার করে বাড়ি ফিরার পথে পায়খানার স্লাবের উপর দিয়ে হেঁটে যেতেই স্লাব ভেঙ্গে টয়লেটের মধ্যে পড়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, একটা অস্বাভাবিক মৃত্যু। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় মৃত ব্যাক্তিকে দাফন কাফনের জন্য তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন