শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

বরিশালের ৫০ ইউনিয়নে আজ ভোট

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২০ জুন, ২০২১, ৩:৫৭ অপরাহ্ণ

বরিশাল জেলার নয়টি উপজেলার ৫০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য পদে আজ সোমবার ভোটগ্রহণ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্রমতে, প্রথম ধাপের ইউপি নির্বাচনে বরিশাল সদর উপজেলার চারটি, বাবুগঞ্জের চারটি, গৌরনদীর সাতটি, বানারীপাড়ার সাতটি, বাকেরগঞ্জে ১১টি, হিজলার চারটি, মেহেন্দীগঞ্জের দুইটি, মুলাদীর ছয়টি এবং উজিরপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নয়টি উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন। এরমধ্যে নারী ভোটার ৪ লাখ ৫২ হাজার ৩৩০ এবং পুরুষ ভোটার ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন। ৪৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২ হাজার ৯৬৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্রে আরও জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এবং গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এবং বাকি সব ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। পাশাপাশি গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি, বাকেরগঞ্জের ১১টির মধ্যে একটি, বানরীপাড়ার সাতটির মধ্যে পাঁচটি, উজিরপুরের পাঁচটির মধ্যে একটি ও মুলাদীর ছয়টির মধ্যে একটিতে চেয়ারম্যান পদে ভোটের আগেই বিনাপ্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থীরা চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জনকণ্ঠকে বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বরিশালের রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, নির্বাচনে ১২ হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। নিরাপত্তাব্যবস্থা জোরদারে ভোটের মাঠে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ডিআইজি আরও বলেন, নির্বাচনী এলাকার ভোটার ও জনগনের নিরাপত্তায় সকল পুলিশ সদস্য শান্তি শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করবেন। এজন্য পুলিশ সদস্যরা কোন প্রার্থীর খাবার পর্যন্ত খাবেন না।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর