শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালপুর ধানের শীষ প্রতীকের এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইল-২ আসনে ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক গোলাম রসুল ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত; ২ লাখ টাকা জরিমানা ও ২ জনের জেল আটঘরিয়ার পুস্তিগাছা বাজার সংলগ্ন পাকা  রাস্তা দখল করে ইটের রমরমা ব্যবসা লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে আগৈলঝাড়ায় আরও ১৫ পরিবার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৫:৩৬ অপরাহ্ণ

মুজিবর্র্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আরও ১৫টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলাসহ দেশেরে সর্বত্র জায়গার দলিলসহ পাকা ঘর নির্মান করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। ইতোমধ্যেই দ্বিতীয় দফায় উপজেলার ১৫টি পরিবারের জন্য জায়গা নির্ধারণ করে সেখানে নির্মাণ করা হচ্ছে নতুন ঘর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসাইন জানান, প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় সাপেক্ষ দুই কক্ষ বিশিষ্ট পাকা বসত ঘরসহ বারান্দা ও রান্নাঘরসহ সকল ধরনের সুযোগ-সুবিধা থাকছে এই প্রকল্পের বসত ঘরে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরও জানান, প্রথম পর্যায়ে ১লাখ ৭১হাজার টাকা ব্যয় সাপেক্ষ উপজেলায় ৩৬টি ঘর নির্মাণ করে তা উদ্বোধন করা হয়েছে। সরকারী জায়গার সংকটের কারনে উপজেলার তালিকাভুক্ত গৃহহীনরা সবাই প্রধানমন্ত্রীর উপহারের নতুন পাকা ঘর না পেলেও পর্যায়ক্রমে জায়গা পাওয়ামাত্র তাদের পাকা ঘর তৈরী করে দেয়া হবে।

দ্বিতীয় দফায় জায়গা প্রাপ্তি সাপেক্ষ ১লাখ ৯০হাজার টাকা ব্যয় সাপেক্ষ উপজেলার রাজিহার ইউনিয়নে একটি, গৈলা ইউনিয়নে দুটি ও রতœপুর ইউনিয়নে ১২টিসহ মোট ১৫টি নতুন ঘর নির্মাণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম জানান, মুজিবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ি এসকল পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায় ১৫টি ভূমিহীন পরিবার এই প্রকল্পের নতুন ঘর পাচ্ছেন। ইতোমধ্যেই ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, বাকি আছে শুশু রং করা। বর্ষার কারনে তা বিলম্বিত হচ্ছে। আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের কাছে নতুন পাকা ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, একসঙ্গে এত ভূমিহীন-গৃহহীন পরিবারকে বিনামূল্যে ঘর করে দেওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর