বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ১০:২৮ অপরাহ্ণ

এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরান্দহ গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে গতকাল বুধবার (১৬ জুন) এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোবারক হোসেন(২৫) সলঙ্গা থানার এরান্দহ উত্তরপাড়া গ্রামের আবু সামা তালুকদারের ছেলে ও শাহিন শেখ(২২) সদর উপজেলার চরপাড়ার মজিবর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে আজ বৃহ:বার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর