টাঙ্গাইলের গোপালপুরে দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । অগ্নি নির্বাপন ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পরামর্শ ও দুর্যোগ ব্যবস্থা গ্রহণের মোকাবেলার পদ্ধতি প্রদর্শনী করা হয়।
(১৬ জুন) বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে উক্ত মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন, গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো মুরাদ হোসেন, ফায়ার স্টেশনের ফায়ারম্যান বৃন্দ ও আরো উপস্থিত ছিলেন উপজেলা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
#চলনবিলের আলো / আপন