আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে হরিপুর উপজেলা আওয়ামী লীগের আগামী সম্মেলন কে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে।
উপজেলা আ’লীগের সম্মেলন কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা বলেন, দলের আদর্শ নেতা হিসেবে আমরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে, সাবেক সভাপতি উপজেলা আ’লীগ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর কে দেখতে চাই। ইতোমধ্যে প্রমাণিত হয়েছে দলের জন্যে নিবেদিতপ্রাণ একেএম শামীম ফেরদৌস টগর। তিনি কখনো নিজের জন্য চিন্তা করেননি। হামলা মামলায় জর্জরিত ২০০১ সালের মতো দলের দূর্দিন বা যে কোন আন্দোলন-সংগ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থেকেছেন। হরিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল ২বারের সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা টগর ভাইয়ের সমর্থনে আ’লীগের কর্মী হিসেবে হরিপুরে মাটিতে আমরা গর্বিত। আমরা একজন যোগ্যতম নেতার নেতৃত্বে থেকে জননেত্রী শেখ হাসিনার সকল কার্যক্রমে অংশ নিতে পেরেছি। একেএম শামীম ফেরদৌস টগর যে একজন সফল নেতা তার প্রমাণ তিনি রেখেছেন এই উপজেলায় আওয়ামী লীগের দুর্দিনে দলীয় কর্মীদের নিয়ে শক্ত হাতে অবস্থান করে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে। আজ হরিপুরে আওয়ামীলীগের পক্ষে শক্ত অবস্থান গড়ে উঠেছে। আমরা মনে করি একেএম শামীম ফেরদৌস টগর একজন ন্যায়পরায়ণ দূরদর্শী নেতা। তাঁর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ আরো গতি পাবে।
হরিপুরে আগামী সম্মেলনের মধ্য দিয়ে উপজেলা আ’লীগ কে আরো শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের সুদৃষ্টি কামনা করেছেন।
দলীয় নেতাকর্মীরা আরো বলেন, সম্মেলনের মাধ্যমে যিনি নেতা নির্বাচিত হবেন তিনি আমাদেরই লোক। নেতা নির্বাচন করতে গিয়ে আমরা দলের মধ্যে বিবাদ চাই না। আমরা চাই উৎসবমুখর পরিবেশে সম্মেলন করতে। আমরা বৃহত্তর আওয়ামী পরিবারের লোক। সম্মেলনের মাধ্যমে আমরা জানাতে চাই সারা বাংলাদেশের মধ্যে হরিপুর উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি। এই উপজেলাবাসী আওয়ামী পরিবারের সকলেই আমার প্রাণ। আজীবন দল ও মানুষের জন্যে কাজ করে যাব। উদ্দেশ্যে যদি সৎ হয়, তাহলে লক্ষ্য বাস্তবায়ন হবেই। জীবনের প্রতিটি সময় আদর্শের জন্য লড়াই করেছি। কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। সব সময় সন্ত্রাস, চাঁদাবাজ, কালোবাজারীদের বিপক্ষে কথা বলেছি। আগামীতেও তা অব্যাহত থাকবে।
বক্তারা আরো বলেন, জাতির জনকের আদর্শে দল করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান চেয়েছিলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে। আজ তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেই ধারা অব্যাহত রাখতেই হরিপুরের মাটিতে বসে ত্যাগী নেতাদের নিয়ে সব পক্ষের সুন্দর একটি কমিটি গঠন করা হোক, আমরা সকলে মিলে সেই কমিটি কে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করব।
#চলনবিলের আলো / আপন