জামালপুরের মেলান্দহ উপজেলায় ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মানিক সরকার (৫২) ও জসমত আলী (৪৯) নামের দু’জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক।জানাগেছে, ১৪ জুন সন্ধ্যায় করোনা পজিটিভ হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তিনি উপজেলার মাহমুদপুর সরকার বাড়ির আব্দুর রাজ্জাক সরকারের ছেলে। ১৫ জুন তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুর একটার দিকে মারা যান তিনি।অন্যদিকে প্রায় এক সপ্তাহ পূর্বে করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয় উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫ নম্বর চরের জসমত আলী। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জুন সকাল ৮টা দিকে মারা যান।
#চলনবিলের আলো / আপন